Logo
×

Follow Us

প্রবাস খবর

অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠানো শুরু ট্রাম্প প্রশাসনের

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫, ১২:২৪

অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠানো শুরু ট্রাম্প প্রশাসনের

প্রেসিডেন্ট ট্রাম্পের পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী, অন্যান্য দেশের মত অবৈধ বাংলাদেশি অভিবাসীদের ফেরত পাঠানো শুরু করেছে মার্কিন প্রশাসন। 

ঢাকার একাধিক কূটনৈতিক সূত্র থেকে পাওয়া তথ্য মতে, শুক্রবার অভিবাসী বাংলাদেশিদের বহন করা প্রথম ফ্লাইট ঢাকায় অবতরণ করার কথা রয়েছে। 

প্রেসিডেন্টের ঘোষণা অনুযায়ী ট্রাম্প প্রশাসন ধাপে ধাপে সকল অবৈধ অভিবাসীদের ফেরত পাঠাবে নিজ দেশে। এরই ধারাবাহিকতায় প্রথম ধাপে ৫-৬ জন অবৈধ বাংলাদেশিকে একটি গোপন চার্টার্ড ফ্লাইটে করে ঢাকায় পাঠানোর কথা রয়েছে। 

ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই আতঙ্কে ছিলো অভিবাসীরা। তবে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের অবৈধ অভিবাসীর সংখ্যার বিষয়ে সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি। তবে নিউইয়র্ক, নিউ জার্সি ও কানেটিকাট রাজ্যে অবৈধ বাংলাদেশিদের সংখা বেশি থাকার তথ্য আছে।

Logo